Wellcome to National Portal
Main Comtent Skiped

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয় # অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ পাঠদান পরিচালনা করে থাকেন # আকর্ষণীয় ভবন ও শ্রেণিকক্ষ, সুস্থ বিনোদন এবং খেলাধুলার জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও খেলার সামগ্রী রয়েছে # মাল্টিমিডিয়ায় শ্রেণিপাঠদান করা হয় বিদ্যালয় হতে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে  ২০২৫ সালে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে # আগামী ৭ এপ্রিল ২০২৫ তারিখে শ্রেণি কার্যক্রম শুরু হবে ## নিরক্ষর থাকব না, দেশের বোঝা হবো না # শিশুর বয়স হলে পাঁচ, ভর্তি করুন বিদ্যালয় # শিক্ষা আমার অধিকার, শিক্ষা আমার অহংকার# বিদ্যালয়ের চারপাশ, পরিষ্কার রাখবো বারো মাস #  সন্তান আপনার তাকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আপনার ও আমারউপজেলা শিক্ষা অফিসার, মধুখালী, ফরিদপুর।


Auction Ad 2023

নিলামের সংক্ষিপ্ত তথ্য:

১. নিলামযোগ্য মালামাল: ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিহ্নিত পুরাতন ও জরাজীর্ণ ভবন

২. দরপত্র ক্রয়ের সর্বশেষ তারিখ ও সময়: ২২ জানুয়ারি ২০২৩ বেলা ১২.০০ ঘটিকা পর্যন্ত

৩. দরপত্র দাখিলের সর্বশেষ তারিখ ও সময়: ২২ জানুয়ারি ২০২৩ বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত

৪. দরপত্র দাখিলের স্থান: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মধুখালী, ফরিদপুর।

৫. দরপত্র খোলার স্থান, তারিখ ও সময়: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মধুখালী, ফরিদপুর। তারিখ: ২২ জানুয়ারি ২০২৩ , সময়: বিকাল ৩.০০ ঘটিকার সময়।

৬. দরপত্র ক্রয়ের স্থান: ১। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,মধুখালী, ফরিদপুর।

                                            ২। সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়, মধুখালী, ফরিদপুর।

                                           ৩। উপজেলা প্রকৌশলীর কার্যালয়, মধুখালী, ফরিদপুর।

                                            ৪। উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, মধুখালী, ফরিদপুর।

৭. দরপত্রের মূল্য: ৫০০ টাকা (অফেরতযোগ্য)

৮. জামানতের পরিমাণ: প্রাক্কলিত মূল্যের ১০ শতাংশ

৯.  দরপত্র দাখিলের পদ্ধতি: সীলগালাকৃত খামের মাধ্যমে