Wellcome to National Portal
Main Comtent Skiped

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয় # অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ পাঠদান পরিচালনা করে থাকেন # আকর্ষণীয় ভবন ও শ্রেণিকক্ষ, সুস্থ বিনোদন এবং খেলাধুলার জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও খেলার সামগ্রী রয়েছে # মাল্টিমিডিয়ায় শ্রেণিপাঠদান করা হয় বিদ্যালয় হতে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে  ২০২৫ সালে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে # আগামী ৭ এপ্রিল ২০২৫ তারিখে শ্রেণি কার্যক্রম শুরু হবে ## নিরক্ষর থাকব না, দেশের বোঝা হবো না # শিশুর বয়স হলে পাঁচ, ভর্তি করুন বিদ্যালয় # শিক্ষা আমার অধিকার, শিক্ষা আমার অহংকার# বিদ্যালয়ের চারপাশ, পরিষ্কার রাখবো বারো মাস #  সন্তান আপনার তাকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আপনার ও আমারউপজেলা শিক্ষা অফিসার, মধুখালী, ফরিদপুর।


এক নজরে

এক নজরে এক নজরে এক নজরে এক নজরে এক নজরে এক নজরে এক নজরে এক নজরে এক নজরে এক নজরে এক নজরে এক নজরে এক নজরে